প্রানহীন পথচলা

একটা বসন্ত বাকী আছে।  এখনো কিছু স্বপ্ন রয়েছে। কিছুদূর আছে পথচলার বাকী। কিন্তু মন ক্রমশই প্রানহীন হয়ে পড়তে শুরু করেছে। যে পথ দিগন্তরেখায় মিশে অস্পষ্ট  ছিলো এখন স্পষ্ট হতে শুরু করেছে। তবে কি এই শীতে পাতা ঝরা রাস্তার পথে হেঁটে দিগন্তপাড়ি শেষ শীতের সময়গুলো? শীতের পরে যে বসন্ত সেটা তবে কি হবে নতুন করে ভালবেসে হারিয়ে যাবার জন্য শেষ প্রানের উচ্ছ্বাস?

পথ চলতে চলতে বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে পা দিলাম। কিন্তু এই শেষ-কে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। সবকিছু থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে।
বন্ধুদের সাথে সেই আড্ডার জায়গা, প্রান খোলা হাসির সময়গুলো, স্যারদের স্নেহ, বাসের সিট সবকিছু।
ব্যস্ততা বাড়ছে। জীবনের সব সুখের সময়গুলোর শেষের দিকে। এক্ষন শুধু অপেক্ষায় থাকা কবে ছেড়ে যাবো সবাইকে আর শুরু করবো এক নতুন প্রানহীন পথচলার।

Comments

Popular posts from this blog

হাওরের হাওয়ায়

Could You Remember?

টেলিফোন কল