বন্ধু যাবি?

বন্ধু যাবি?

বন্ধু যাবি ওই দূরে
যেখানে আমি যাব?
দু'চোখ যেদিকে যায়
অজানাতে হারাবো।


যাবি আমার সাথে?
বন্ধু নাকি যাবি না
একটু গিয়ে বলবি না-তো
আমি আর পারবো না?


ফিরে আমি আর আসবো না
তখন কিছু শুনব না
যাওদি যেতে চাস তাহলে আয়
বন্ধু হয়ে হাতটি ধর
এবার বল "চল বের হই"।

Comments

Popular posts from this blog

হাওরের হাওয়ায়

গ্র্যাজুয়েশন ভাইভা এবং 17th batch of Sociology, SUST

অপেক্ষা...