টেলিফোন কল

প্রাপ্তি কি একটু বেশি-ই ছিল অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মত? না পাওয়ার শুন্যতা কি হারিয়ে ফেলেছিলাম পাবার পর? নাকি সবকিছু-ই ছিল তোমার আমার ভালোবাসার খেলা?

ভালোবাসার জন্যে কিনা জানি না তুমি এসেছিলে আমার কাছে। হঠাৎ কোন এক দুপুরে তোমার আগমনি বার্তা আমাকে ভাসায়েছিলো ভালোবাসার জোয়ারে। ভালোবাসা কি বুঝতে পেরেছিলাম, পেরেছিলাম কেমন করে কথা বলতে হয় ভালবাসার মানুষটির সাথে। শুনতে চেয়েছিলে তুমি ভালোবাসি তোমায়, বলতে পারিনি ভালবাসি।

বলেছি অপেক্ষা করো। সময় দাও। ভালোবাসতে দাও। ভালোবাসি ভালোবাসা ছাড়া বলি কিভাবে। তবুও কোন এক রাতে আমাকে পাওয়ার জন্যে তোমার কান্না আর আমার হৃদয়ের শুন্যতা পূরনে তোমায় বলেছি " আমি তোমাকে ভালোবাসি"। জানি না কেন জানি নিজের কান্না আর থামাতে পারিনি তখন। অপরাধি লাগছিলো।মনে হয়েছে সবকিছু দূরে ঠেলে দিচ্ছি। কোন একজনের অপেক্ষায় আমি আশায় যে বুক বেধেছিলাম তাকে আজ হয়তো আর পাওয়া হল না।

তারপরও তোমার টেলিফোন কল, তোমার জন্যে অপেক্ষা, সবকিছু পিছনে ফেলে স্বপ্ন দেখিয়েছিলো তোমাকে কাছে পাবার নতূনভাবে পথচলতে।

আজ তুমি দূরে। আমি-ই তোমাকে দূরে ঠেলে দিয়েছি। তোমার শেষ টেলিফোন কল আমাকে বেচে থাকার যে স্বপ্ন দেখিয়েছিলো তা ফুরিয়ে আসছে। তুমি কি বুঝতে পারো? শুনতে পাও সেই কান্না। আজ বলি ভালোবাসি তোমায় যদিও জানি বড্ড দেরি করে ফেলেছি তবুও শুধু তোমাকে কাছে পাবার অপেক্ষায় এবং একটি টেলিফোন কল।

Comments

Popular posts from this blog

হাওরের হাওয়ায়

অপেক্ষা...

এক কাপ চা