ছন্দহীন কবিতা
যত কিছু মনে পড়ে
যত কিছু ভাললাগে
সব কিছুই শুধু শূন্যতা
নীরবতা আর কিছু কাব্যকথা।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখা
না পাওয়ার দুঃখ ব্যথা
তবুও বার বার ফিরে চাওয়া।
বিকেলের সোনা যেমন ঝিলের জলে
প্রণয়ের রঙ ছড়িয়ে ছন্দ তুলে,
এমনি চাওয়ার ছিল তোমার কাছে।
যত কিছু ভাললাগে
সব কিছুই শুধু শূন্যতা
নীরবতা আর কিছু কাব্যকথা।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখা
না পাওয়ার দুঃখ ব্যথা
তবুও বার বার ফিরে চাওয়া।
বিকেলের সোনা যেমন ঝিলের জলে
প্রণয়ের রঙ ছড়িয়ে ছন্দ তুলে,
এমনি চাওয়ার ছিল তোমার কাছে।
Comments
Post a Comment