Posts

Showing posts from April, 2020

ফামিওহার সংসার

কাজী সাহেব চশমা ফেলে এসেছেন। টিউব লাইটের আলোতেও পড়তে সমস্যা হচ্ছে। পাত্রের পাশে বসে নাম ঠিকানা জিজ্ঞেস করছে কিন্তু লিখতে পারছে না। বিবাহ নিবন্ধন খাতার দিকে ঝুঁকে পড়েছে। খুব কাছ থেকে দেখেও মনে হচ্ছে উনি তথ্য ভুল লিখবেন। ন্যাশনাল আইডি কার্ডের তের ডিজিট উনি বার ডিজিট লিখবেন। কাটাকাটি করে আবার লিখবেন। বিয়ের শুরুতেই কাটাকুটি হবে। নিশ্চয়ই শুভ লক্ষন না। কিন্তু এইসব ভেবে এখন কোন লাভ নেই। ফামিহা অনেক সকালে ঘুম থেকে উঠেছে। এরপর থেকে ডেকেই যাচ্ছে। আজ শুক্রবার বলে একটু ঘুমাতে দিবে না। মিওহা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠেই দেখে ফামিহা চা নিয়ে অপেক্ষা করছে। বারান্দায় বসে চা খাবে। বিয়ের পর থেকেই মিওহা স্বপ্ন দেখে আসছে ফামিহা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থেকে ডেকে তুলবে। এরপর মিওহা একটু আড়মোড় দিবে। উঠতে চাইবে না। কিন্তু আজ দেখি স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। উঠো তো... চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিওহা এক লাফে বিছানা থেকে নেম যায়। সে ভেবে পায় না এখন কি ফ্রেশ হয়ে চা খাবে নাকি বারান্দায় দাড়িয়ে চা খেয়ে ফ্রেশ হবে। শুধু তাকিয়ে আছে ফামিহার দিকে। যেন কি ঘটছে সে কিছুই বুঝতে পারছে না। সোনালী মিষ্টি রোদের আলোয় বারান্দাটায় চক...

গ্র্যাজুয়েশন ভাইভা এবং 17th batch of Sociology, SUST

Image
চোখ ভিজে আসছে বার বার। বুকের ভিতরটা হু হু করে উঠছে। সবাইকে জড়িয়ে ধরে চিৎকার করতে ইচ্ছা করছে। হৃদয়ের এ কোন অনুভুতি আজ আমাকে এত বিষন্ন করে তুলছে? চারটি বছর কি এতই কম সময়? শুরু হতেই শেষ। বড় হয়ে গেছি। যে চোখে থাকবে এখন জিজ্ঞাসা, জানার বিস্ময়, সুন্দর দেখার আগ্রহ, জীবনের জয়গান সে চোখে অশ্রু আজ নিজের কাছেই বেমানান লাগছে। তবুও কেন জানি বার বার মনে পড়ছে স্মৃতি, পুরানো সেই দিনের গান, আড্ডা, ক্লাশ ফাঁকি, সব কিছু-ই। গ্র্যাজুয়েট।  ২৭-০২-২০১৩ অনার্সের শেষ ভাইভা। সবাই অপেক্ষা করছে বিভাগীয় প্রধানের কক্ষের সামনে। টেনশনে এক একজন লাল-নীল-বেগুনী। হাতে বই খাতা। ডিপার্টমেন্টের সামনে হতে যাওয়া  সদ্য সমাজবিজ্ঞানীর ভিড়। আলোচনায় নতুন থিউরি না বের হলেও জনেক পাঁচ নিয়ে গুচ্ছ গুচ্ছ আলোচনা  চলছে করিডোরের এখানে সেখানে। আর আমি নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা এমন সব টার্মের কথা বলছে মনে হচ্ছে আজই প্রথম শুনছি। হা হা হা... সব সময়ের মত এবারও ক্যামেরা সাথে নিতে ভুলে যাই নি। আর আজ শেষ ভাইভা। অনেকেই হয়তো সাথে থাকবে না। তাই এই বিষয়ে প্রস্তুতি বরাবরই আমার একটু বেশি। ডিপার্টমেন্ট এ গিয়...