ফামিওহার সংসার
কাজী সাহেব চশমা ফেলে এসেছেন। টিউব লাইটের আলোতেও পড়তে সমস্যা হচ্ছে। পাত্রের পাশে বসে নাম ঠিকানা জিজ্ঞেস করছে কিন্তু লিখতে পারছে না। বিবাহ নিবন্ধন খাতার দিকে ঝুঁকে পড়েছে। খুব কাছ থেকে দেখেও মনে হচ্ছে উনি তথ্য ভুল লিখবেন। ন্যাশনাল আইডি কার্ডের তের ডিজিট উনি বার ডিজিট লিখবেন। কাটাকাটি করে আবার লিখবেন। বিয়ের শুরুতেই কাটাকুটি হবে। নিশ্চয়ই শুভ লক্ষন না। কিন্তু এইসব ভেবে এখন কোন লাভ নেই। ফামিহা অনেক সকালে ঘুম থেকে উঠেছে। এরপর থেকে ডেকেই যাচ্ছে। আজ শুক্রবার বলে একটু ঘুমাতে দিবে না। মিওহা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠেই দেখে ফামিহা চা নিয়ে অপেক্ষা করছে। বারান্দায় বসে চা খাবে। বিয়ের পর থেকেই মিওহা স্বপ্ন দেখে আসছে ফামিহা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থেকে ডেকে তুলবে। এরপর মিওহা একটু আড়মোড় দিবে। উঠতে চাইবে না। কিন্তু আজ দেখি স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। উঠো তো... চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিওহা এক লাফে বিছানা থেকে নেম যায়। সে ভেবে পায় না এখন কি ফ্রেশ হয়ে চা খাবে নাকি বারান্দায় দাড়িয়ে চা খেয়ে ফ্রেশ হবে। শুধু তাকিয়ে আছে ফামিহার দিকে। যেন কি ঘটছে সে কিছুই বুঝতে পারছে না। সোনালী মিষ্টি রোদের আলোয় বারান্দাটায় চক...